Swadhin News Logo
রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. কৃষি ও প্রকৃতি
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. জোকস
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. বই থেকে
  14. বিচিত্র নিউজ
  15. বিজনেস

সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, দুই প্রবাসীসহ আহত ৬

প্রতিবেদক
Nirob
জুলাই ১৩, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, দুই প্রবাসীসহ আহত ৬

নোয়াখালীর সেনবাগে জমিজমাসংক্রান্ত বিবাদের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় দুই প্রবাসীসহ ছয় জন আহত হয়েছেন। ১২ জুলাই (শনিবার) বিকাল ৪টায় সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে সালিশ বৈঠক বসে। বাকবিতন্ডার জেরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা থানায় অভিযোগ দিয়েছেন।

আহতরা হলেন– মধ্য বিজবাগের ওমান প্রবাসী আজিজুল হক ওরফে হক সাব (৪২), তার ভাই সৌদি আরব প্রবাসী ইসমাইনুল হক আরমান (৩০), রাজু (৩০), মহিন উদ্দিন (৩৫), সাইফুল ইসলাম (৪৫), সোহাগ (৪৩)। আহতরা সবাই আত্মীয়-স্বজন এবং একই বাড়ির।

এই ঘটনায় অভিযুক্তরা হলেন– বিজবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন (৫০), মোস্তফা মানিক (৫৫), তার ছেলে হায়দার (২৫) ও জাবেদ (২২), জসিম উদ্দিন (৪০), সালাউদ্দিন (৪৫), শফিউল্লাহ (৪৩), ইমন হোসেন (২০), আজগর হোসেন (২১), সাগর (২৩), ইসলাম হোসেন (২০)। অভিযুক্তরাও আত্মীয়-স্বজন এবং একই বাড়ির।

এলাকায় খোঁজ নিয়ে, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে ও থানায় দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, বিজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাকের হোসেন, হারুনুর রশীদ, নবীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে শুক্রবার বিকাল ৪টায় দুই পক্ষকে নিয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকের এক পর্যায়ে বাকবিতণ্ডা থেকে অভিযুক্তরা আজিজুল হক, ইসমাইনুল হক আরমান, রাজু, মহিনসহ ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। জাবেদ, মানিকসহ অভিযুক্তরা দা, ছোরা, লোহার অ্যাঙ্গেলসহ লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে।

হামলায় আহতদের স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় রাজু এবং আরমানের মাথা ফেটে গেছে। আহত সবার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। আহত রাজু বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।

আহত আজিজুল হক ও আরমানের ভাই ছেরাজুল হক আরিফ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে এই হামলা হয়েছে। হামলায় আমার প্রবাস থেকে আসা দুই ভাইয়ের অবস্থা গুরুতর। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, ‘সালিশি বৈঠকে হামলার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক