কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কে ট্রাকচাপায় অটোরিকশা চালক ও এক শিশু যাত্রী নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– উপজেলার পাইকেরছড়ার বাসিন্দা অটোচালক জাহাজ উদ্দিন বানু (৩০) এবং যাত্রী আতিকা সুলতানা (১৩)। আতিকার বাড়ি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে। তার বাবার নাম আবু বকর সিদ্দিক এবং মায়ের নাম মোর্শেদা। আতিকা তার বাবা-মা এবং ছোট বোন ফাতেমা (৯) ও আরিফাসহ (২ মাস) একই অটোরিকশার যাত্রী ছিল।
স্থানীয়রা জানান, রবিবার সকালে আবু বকর সিদ্দিক তার স্ত্রী-সন্তানদের নিয়ে সোনাহাট এলাকায় বেড়ানোর উদ্দেশ্যে অটোরিকশায় করে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটি সোনাহাট সেতুর পূর্বপ্রান্তে ঘুন্টিঘর নামক স্থানে পৌঁছালে একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আবু বকরের বড় মেয়ে আতিকা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আবু বকর, স্ত্রী মোর্শেদা, তাদের মেজো মেয়ে ফাতেমা ও অটোচালক বানু মিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক বানু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত আবু বকরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। তার স্ত্রী মোর্শেদা ও মেজো মেয়ে ফাতেমাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের দুই মাস বয়সী শিশুসন্তানটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’