চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির নাম নুরুল আলম। তিনি শুক্রবার (১১ জুলাই) হাসপাতালে ভর্তি হন এবং শনিবার রাতে মারা যান। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩ জন।
রবিবার (১৩ জুলাই) সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৮ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৬০৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন জন। চলতি জুলাই মাসে আক্রান্ত হন ১৬৪ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৭৭ জন নগরীর এবং ৩৩২ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৩৩৯ জন পুরুষ, ১৭৪ জন নারী এবং ৯৬ জন শিশু রয়েছে।
এদিকে, জেলার ১৫টি উপজেলায় ৩৩২ জন আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি বাঁশখালীতে ১০৪ জন, সীতাকুণ্ডে ৭৫ জন, সাতকানিয়ায় ২৬ জন, আনোয়ারায় ২৫ জন, লোহাগাড়ায় ২৩ জন, রাউজানে ১৩ জন, পটিয়ায় ১১ জন, কর্ণফুলীতে ১০ জন, হাটহাজারী ও মীরসরাইয়ে ৮ জন করে, রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৭ জন করে, বোয়ালখালী ও ফটিকছদিতে ৬ জন করে এবং সন্দ্বীপে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।