Swadhin News Logo
মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

দুই সন্তানসহ নারীকে হত্যার ঘটনায় দেবর গ্রেফতার

প্রতিবেদক
Nirob
জুলাই ১৫, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
দুই সন্তানসহ নারীকে হত্যার ঘটনায় দেবর গ্রেফতার

গাজীপুর থেকে ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ মাকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জয়দেবপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল ইসলাম (৩৫) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার সেনের বাজার গ্রামের বাসিন্দা।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, নেত্রকোনার সেনের বাজার গ্রামের রফিকুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি স্পিনিং মিলে চাকরি করেন। রফিকুলের ছোট ভাই রিকশাচালক নজরুল ইসলাম একই বাসায় থাকতেন। সোমবার (১৪ জুলাই) সকালে কারখানা থেকে বাসায় ফিরে রফিকুল ইসলাম তালাবদ্ধ ঘরে তার স্ত্রী ময়না খাতুন (৩০) ও দুই সন্তান রাইসা আক্তার (৪) ও নীরবের (২) গলা কাটা লাশ দেখতে পান।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে নজরুল পলাতক ছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়। পুলিশ ও স্থানীয়রা এ ট্রিপল মার্ডারের ঘটনার সঙ্গে নজরুল ইসলাম জড়িত রয়েছে বলে সন্দেহ করে।  

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে স্টেশনের ১নং প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি অন্যত্র পালিয়ে যেতে এ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও জয়দেবপুর থানার অপর একটি হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। সম্প্রতি তিনি জামিনে কারাগার থেকে মুক্তিলাভ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক