Swadhin News Logo
বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু

প্রতিবেদক
Nirob
জুলাই ১৬, ২০২৫ ২:২৫ অপরাহ্ণ
দিনাজপুর কারাগারে এক কয়েদির মৃত্যু

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর শামছুল হক মণ্ডল (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, ভোরে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শামছুল হক মণ্ডল রংপুর জেলার পীরগঞ্জ থানার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মণ্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। পাশাপাশি তার নামে আরেকটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি এই কারাগারে কয়েদি হিসেবে রয়েছেন।

দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এর মধ্যে একটি মামলায় ৫ বছর ও আরেকটি মামলায় ২ বছর সাজা হয়েছিল। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারাগারের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত