Swadhin News Logo
বুধবার , ১৬ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

মাদারীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত

প্রতিবেদক
Nirob
জুলাই ১৬, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
মাদারীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত

গোপালগঞ্জে সমাবেশ করেই মাদারীপুরে উদ্দেশে যাত্রা পথেই হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। হামলার শিকার ও সরকারি স্থাপনায় দীর্ঘক্ষণ আটকা থাকা মাদারীপুরের পদযাত্রা ও পথসভা স্থগিত করেছে দলটি। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। এই জেলায় এনসিপির সমাবেশটি বিকাল ৩টায় হওয়ার কথা ছিল।

এর আগে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার বিকালে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জানা গেছে, সারা দেশে পদযাত্রার অংশ হিসাবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন এনসিপি শীর্ষ নেতারা। পরে তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সেই বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, ‘পরিকল্পতিভাবে গোপালগঞ্জে এই হামলা চালানো হয়েছে। যাতে মাদারীপুরে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। কিন্তু মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অনুষ্ঠান সার্থক করতে প্রস্তুত। কোনও হামলার ভয় পাই না। গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সারা দেশে একযোগে আন্দোলন করা হবে।’

শেষ পর্যন্ত মাদারীপুরের পদযাত্রা ও পথসভা স্থগিত করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক