বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিরীন সুলতানা মুন্নি (৪৫) নামের একজন স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিরীন সুলতানা মুন্নি বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। তিনি ধুপতি-মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২১ জন। এর মধ্যে, বামনা ২, বেতাগী ৯, তালতলী ৩, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯৩ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯০০ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘আমাদের চিকিৎসাসেবা আমরা চালিয়ে যাচ্ছি। তবে যারা মারা যাচ্ছেন তাদের অন্যান্য আরও সমস্যা থাকার কারণে এমন হচ্ছে। তবে ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রণে আসছে। সবাইকে আরও সচেতন হতে হবে।’