Swadhin News Logo
শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে এনসিপির পদযাত্রা কর্মসূচি রবিবার

প্রতিবেদক
Nirob
জুলাই ১৮, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে এনসিপির পদযাত্রা কর্মসূচি রবিবার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামে পদযাত্রা আগামী রবিবার (২০ জুলাই) মহানগরীতে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতাদের বরণে এবং পদযাত্রা কর্মসূচির জন্য প্রস্তুতি সম্পন্ন করছে চট্টগ্রামে দায়িত্বরত এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ। ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে দলটি এ পদযাত্রা কর্মসূচি পালন করছে। এনসিপির চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।’

চট্টগ্রাম এনসিপির নেতৃবৃন্দরা জানিয়েছেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা মিলিয়ে দুই দিনের পদযাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার মধ্য দিয়ে চট্টগ্রাম অঞ্চলে এনসিপির কর্মসূচি শুরু হবে। ওই দিন কক্সবাজারের কর্মসূচি শেষ করে বিকালে বান্দরবান যাবেন এনসিপির নেতাকর্মীরা। বান্দরবানের কর্মসূচি শেষ করে শনিবার রাতেই চট্টগ্রামে আসবেন এনসিপি নেতারা। রবিবার সকালে রাঙামাটির উদ্দেশে নেতাকর্মীরা চট্টগ্রাম ছাড়বেন। দুপুরের মধ্যেই রাঙামাটির কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এনসিপি সূত্র আরও জানিয়েছে, রাঙামাটিতে কর্মসূচি শেষ করে রবিবার বিকাল সাড়ে ৩টার মধ্যে এনসিপি নেতারা চট্টগ্রামে ফিরবেন। সাড়ে ৩টায় চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। সেখান থেকে বহদ্দারহাট হয়ে নেতাকর্মীরা নিউমার্কেট যাবেন। নিউমার্কেট থেকে টাইগারপাস হয়ে নেতাকর্মীরা যাবেন দুই নম্বর গেট এলাকায় বিপ্লব উদ্যানে। সেখানে মূল জমায়েত হবে। তবে যানজট ও অন্যান্য কারণে সূচি পরিবর্তন হতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত