পদযাত্রা কর্মসূচিতে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গতকাল রাতে জুলাই পদযাত্রার তোরণে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গণঅভ্যুত্থানের পরে এই নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি। কেন আইনশৃঙ্খলা এখনও ঠিক হচ্ছে না। আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়াতন্ত্র, দখলদারিতন্ত্র, গডফাদারতন্ত্র পুনর্বাসিত হচ্ছে।’
শুক্রবার (১৮ জুলাই) বিকালে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জের সন্ত্রাসের প্রসঙ্গে বলেন, ‘এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলবো না। এই পুরনো খেলার বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। খেলার নিয়ম বদলাতে হবে। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয়নি। যদি খেলা বন্ধ না হয় তাহলে আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন।
‘এই রাষ্ট্র যে সিস্টেমে চলে তার সবচেয়ে ভালো উদাহরণ হলো নারায়ণগঞ্জ। যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এ জেলাকে কিছু পরিবার বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করেছে। এসব সিস্টেম ভাঙতে হবে।’
তিনি বলেন, ‘জুলাই আহত পরিবারদের বাসায় গিয়ে গিয়ে এখনও হুমকি দেওয়া হচ্ছে। যারা মামলা করেছে সেই পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছে তা আমরা ভেঙে ফেলবো।’
এ সময় আরও উপস্থিত ছিলেন– এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে, বিকালে এনসিপি নেতৃবৃন্দ বিশাল মিছিল নিয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়ায় আসেন।
















