Swadhin News Logo
শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?

প্রতিবেদক
Nirob
জুলাই ১৯, ২০২৫ ২:০১ পূর্বাহ্ণ
সমাবেশে যোগ দিতে রাজশাহীতে জামায়াতের ট্রেন ভাড়া, খরচ কত?

ঢাকায় শনিবার (১৯ জুলাই) হতে যাওয়া জাতীয় সমাবেশে নেতাকর্মীদের নিতে তিন জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা- ময়মনসিংহ রুটে একবার করে চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট আব্দুল আওয়াল, ডেপুটি চিফ সুপারিন্টেনডেন্ট-১ আরফিন নাহার এবং বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত ভিন্ন তিনটি চিঠিতে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং ১৯ জুলাই রাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন থেকে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৫৫/৭৫৬ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দিয়ে (লোড ১৪/২৮) স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে। উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই (পশ্চিম) রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়৷

প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে, ট্রেনটি ১৯ জুলাই (শুক্রবার দিবাগত) রাত ১টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৬টায়। শনিবার রাত ৮টায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এই অবস্থায় এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে বলেও চিঠিতে জানানো হয়।

আরেক চিঠিতে বলা হয়, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জবাজার পৌঁছাবে রাত ৩টা ৩০ মিনিটে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাবনাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।

রাজশাহী-ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং দুপুর ২টায় ঢাকায় পৌঁছায়। শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে ছুটি বাতিল করে ট্রেনটিকে চালানো হবে। রাতে যাত্রা করে ঢাকা পৌঁছাবে সকালে।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা গতকাল ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য হিসেবে প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করে রশিদ নিয়েছি। ১৪ বগির এই ট্রেনের পুরোটিতেই আমাদের নেতাকর্মীরা থাকবেন।’

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকেও ৭ থেকে ১০টি করে বাস নেতাকর্মীদের নিয়ে যাবে। এ ছাড়া যাদের ঢাকায় কোনও কাজ আছে, তারা সেরে নেওয়ার জন্য দুই দিন ধরেই ঢাকায় যাচ্ছেন। শুক্রবার সকালেও অনেকে গেছেন। সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।

এদিকে শনিবারের ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে দুই অজ্ঞাত নারীর মরদেহ

সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে দুই অজ্ঞাত নারীর মরদেহ

খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

২৫ মার্চের গণহত্যার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল ও বিজেপির বাদানুবাদ

২৫ মার্চের গণহত্যার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল ও বিজেপির বাদানুবাদ

রূপগঞ্জে প্রেমিকা-স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক নিহতের ঘটনায় গ্রেফতার ১

রূপগঞ্জে প্রেমিকা-স্বামীর ছুরিকাঘাতে প্রেমিক নিহতের ঘটনায় গ্রেফতার ১

পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

গাইবান্ধায় অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে হামলার শিকার র‍্যাব, গ্রেফতার ৩

গাইবান্ধায় অপহৃত কিশোরীকে উদ্ধারে গিয়ে হামলার শিকার র‍্যাব, গ্রেফতার ৩

তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ১১ নারী আটক

তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ১১ নারী আটক

নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী

নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জয়ী

সমাজ থেকে খারাপ লোক সরিয়ে ফেলার উদ্দেশ্যে সেই চালককে গলা কেটে হত্যা

সমাজ থেকে খারাপ লোক সরিয়ে ফেলার উদ্দেশ্যে সেই চালককে গলা কেটে হত্যা

আগের মতোই আছি, থাকবো: ডিসি সারোয়ার আলম

আগের মতোই আছি, থাকবো: ডিসি সারোয়ার আলম