বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হারুন মল্লিক নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।
শুক্রবার (২৮ জুলাই) ঢাকার ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত হারুন মল্লিক বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া নামক এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৮ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ৮ জন। এর মধ্যে তালতলীতে ২ এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫৮ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৪২ জন। এ ছাড়া বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাহিরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩১ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৭ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা কমলেও অনেকেই উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। আশা করি, শিগগিরই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’