Swadhin News Logo
রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
Nirob
জুলাই ২০, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‌‘অতীতে বাংলাদেশকে যারা শাসন করেছে তারা কেউ দিল্লিকে, কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে। তারা লুটপাট করে সেখানে পালিয়েছে। এখন তরুণ প্রজন্ম জেগেছে। এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যায়নি। শেখ হাসিনাও কিনতে পারেনি। আমরা এই প্রজন্ম বাংলাদেশকে গড়বো।’

রবিবার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ঢাকায় গত বছরের ১৬ জুলাই প্রতিরোধ করা হয়েছিল। এর একদিন আগে চট্টগ্রামে ছাত্রলীগকে প্রতিরোধ করা হয়েছিল। চট্টগ্রাম লড়াইয়ের শহর, প্রতিরোধের শহর। আমরা স্বৈরাচার হটিয়েছি। কিন্তু সফল রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে।’

সমাবেশে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদেশের মানুষকে পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হতে হয়। শিক্ষাবোর্ডে গেলে, থানায় গেলে, সচিবালয়ে গেলে হয়রানির শিকার হতে হয়। এসব বন্ধ করতে হবে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মধ্যে অতীতে বিভাজন তৈরি করা হয়েছে। বাঙালি, অবাঙালি, সুন্নি আর অসুন্নির মধ্যে আর বিভাজন করা যাবে না। চট্টগ্রামের মানুষ ধর্মপ্রাণ। অতীতে ধর্ম পালনের কারণে নিপীড়নের শিকার হতে হয়েছে দেশের মানুষককে। এখন আর এসব চলবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কক্সবাজারে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপি নেতারা সত্য উন্মোচন করেছেন বলেই দেশের বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা হচ্ছে। বাঁশখালীতে আমাদের সংগঠকের ওপর হামলা হয়েছে, ব্যানারে আগুন দেওয়া হয়েছে। আমাদের বলতে বাধা দিলে বাধবে লড়াই। আর এই লড়াইয়ে জিততেই হবে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাচ্ছি।’ এরপর তিনি চট্টগ্রামের ভাষায় ‘বউত দিন হাইয়ো আর না হাইয়ো’ স্লোগানে নেতাকর্মীদের মাতিয়ে তোলেন।

এর আগে নগরের বহদ্দারহাট থেকে পদযাত্রা করে বিপ্লব উদ্যানের সমাবেশে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষ করে আরেক দফা পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ

মাদারীপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি, এক কেন্দ্রে ১০ মিনিট ভোট বন্ধ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি, এক কেন্দ্রে ১০ মিনিট ভোট বন্ধ 

খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম

খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাপার মানববন্ধন

পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বাপার মানববন্ধন

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি দুটি কনটেইনার ‘গায়েব’

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যভর্তি দুটি কনটেইনার ‘গায়েব’

এবার সাতক্ষীরায় ৫৮৭ মণ্ডপে হবে দুর্গোৎসব

এবার সাতক্ষীরায় ৫৮৭ মণ্ডপে হবে দুর্গোৎসব

সংঘর্ষের ঘটনায় ৫ নেতা বহিষ্কার, প্রতিবাদে মীরসরাইয়ে বিএনপির বিক্ষোভ

সংঘর্ষের ঘটনায় ৫ নেতা বহিষ্কার, প্রতিবাদে মীরসরাইয়ে বিএনপির বিক্ষোভ

গাজীপুরে ভূমি আইনের মামলার প্রথম রায় কার্যকর

গাজীপুরে ভূমি আইনের মামলার প্রথম রায় কার্যকর

বন্দি থেকেও হলেন কারাগারে হামলা মামলার আসামি

বন্দি থেকেও হলেন কারাগারে হামলা মামলার আসামি