Swadhin News Logo
রবিবার , ২০ জুলাই ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

খুলনায় মদপানে আরও ২ জনের মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
Nirob
জুলাই ২০, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
খুলনায় মদপানে আরও ২ জনের মৃত্যুর অভিযোগ

খুলনায় বিষাক্ত মদপানে আরও দুই জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে শুক্রবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। ওই রাতে রবিউল গাজী (৩৫) ও শনিবার রাতে রাসেল সরদারের (৩০) মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রবিউল গাজী (৩৫) থুকড়া গ্রামের বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে ও রাসেল সরদার (৩০) একই এলাকার জামির সরদারের ছেলে। তারা দুই জনই স্থানীয় গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

এ ছাড়া এ ঘটনায় একই এলাকার এনামুল সরদার, মুকুল বিশ্বাসসহ আরও কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কোনও এক সময় তারা থুকড়া বাজারে স্পিরিট জাতীয় অ্যালকোহল সেবন করেন। এতে একে একে অসুস্থ হয়ে পড়েন সবাই। ওই রাতে রবিউল গাজীর অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রবিউল গাজীর মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে লাশ দাফন করা হয়।

অপরদিকে শনিবার বিকালে রাসেল সরদারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাসেলের মৃত্যু হয়। রবিবার সকালে তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।

জানা গেছে, এলাকাটি মাদকে সয়লাব। বেশ কয়েকজন ব্যবসায়ীর মাধ্যমে এলাকায় এ ধরনের মাদক সরবরাহ করা হয়। যুবকরা খুব সহজে হাতের নাগালেই পেয়ে যাচ্ছে এ সব অ্যালকোহল। কেউ ধরা খেলেও নিমিষেই ছাড়া পেয়ে যাচ্ছে।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, স্থানীয়ভাবে ঘটনাটি শুনেছি। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি। এ ঘটনায় পুলিশ থানায় জিডি করেছে।

এর আগে ১৯ জুলাই বিকালে খুলনা মহানগরীর বয়রায় মদপানে পাঁচ জন মারা যান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত