বান্দরবানের আলীকদমের কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় শিকারি বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। এখনও নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আলীকদমের দুর্গম কুরুক পাতার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুরুক পাতায় কয়েকজন পর্যটক বেড়াতে গিয়ে মুরংদের ব্যবহৃত শিকারির একনলা দেশীয় বন্দুক নিয়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে পাশে থাকা বন্ধুর গায়ে গুলি লাগে। এতে এক পর্যটক নিহত হন। এ ঘটনায় কয়েকজন আটক হয়েছেন।
বান্দরবান পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার বলেন, মুরংদের শিকারির বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে নেটওয়ার্ক না থাকার কারণে এখনও কতজনকে আটক করা হয়েছে তা বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে ফেরার পর বিস্তারিত বলা যাবে।