রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। খাগড়াছড়ির পদযাত্রা শেষে সোমবার বিকাল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু ফেনী না গিয়ে মাইলস্টোনের আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঢাকায় রওনা দিয়েছেন।
এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দুপুরে খাগড়াছড়িতে পথসভা চলাকালীন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতাকর্মীরা উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন। এ অবস্থায় সেখানে মঞ্চে দুর্ঘটনায় আহত-নিহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করা হয়। নাহিদ ইসলামের সঙ্গে দোয়ায় অংশ নেন জনসাধারণ। এই শোকাবহ পরিস্থিতিতে সেখানেই জুলাই পদযাত্রা স্থগিত করা হয়।
স্থানীয় সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি আজ বিকালে ফেনীতে পৌঁছানোর কথা ছিল। এনসিপির এই পদযাত্রা আগামীকাল মঙ্গলবার নোয়াখালী ও লক্ষ্মীপুরে যাওয়ার কথা। মাইলস্টোনের ঘটনায় তা আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত তিন জেলায় পদযাত্রা কর্মসূচির নতুন তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির নেতারা।
এনসিপির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে একটি মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এটি একটি জাতীয় দুর্যোগ। এ ঘটনায় আজ বিকাল পর্যন্ত অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে ২০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনাস্থলে জাতীয় নাগরিক পার্টির রেসকিউ ও মেডিক্যাল টিম একযোগে কাজ করে যাচ্ছে। জাতীয় নেতারা এই মুহূর্তে মাইলস্টোনের নিহত ও আহত শিক্ষার্থীদের পাশে থাকার প্রয়োজনীয়তায় খাগড়াছড়ি থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে ফেনীতে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পদযাত্রার মঞ্চে দলের স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।