Swadhin News Logo
মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাজশাহীতে পাইলট সাগরের জানাজা ও দাফনের প্রস্তুতি

প্রতিবেদক
Nirob
জুলাই ২২, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে পাইলট সাগরের জানাজা ও দাফনের প্রস্তুতি

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম ওরফে সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। নগরীর সপুরা গোরস্থানে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে কবর খননের কাজ শুরু হয়েছে।

স্বজনরা জানান, বিকালে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে সাগরের মরদেহ রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে আসবে। তারপর জানাজার জন্য মরদেহ নেওয়া হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৪টায়।

স্টেডিয়ামে জানাজা শেষে সপুরা গোরস্থানে পাইলট তৌকির ইসলামের মরদেহ দাফন করা হবে।

সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করেন। বর্তমানে নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়িটিতে ভাড়া থাকেন তারা। সোমবার বিমান বিধ্বস্তের পর থেকেই ‘আশ্রয়’ নামের বাড়িটির সামনে প্রতিবেশী, স্বজন ও উৎসুক মানুষ ভিড় করছেন।

তৌকির ইসলাম ওরফে সাগর সোমবার বিকালে বিমানবাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইটে সাগরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, মামা মোহাম্মদ আলী, ছোট বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী ডা. তুহিন ইসলামকে ঢাকায় নেওয়া হয়। বিকালে মরদেহের সঙ্গেই তারা রাজশাহী ফিরবেন।

নিহত সাগরের স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করেন। তিনিও আসবেন স্বামীর মরদেহের সঙ্গে। বছর খানেক আগেই বিয়ে করেছিলেন সাগর। স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

সাগর রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে।

সাগরের মামা শওকত আলী জানান, ছোট থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হবেন। পরিবারের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে অফিসার হবেন তিনি। তবে নিজের স্বপ্নেই অটল ছিল সাগর। পড়ালেখায় ছিলেন মেধাবী। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলে। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে, সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি।

মামা আরও জানান, এক বছর আগে সাগর গ্রামের বাড়ি এসেছিল। এরপর আর আসেননি।

চাঁপাইনবাবগঞ্জের প্রতিবেশী চাচা আবুল কাশেম জানান, তৌকির ইসলাম সাগর ও তার পরিবার বহু আগে থেকেই দানশীল ও পরোপকারী। তৌকির এখানে জন্মগ্রহণ করলেও তা বেড়ে উঠা রাজশাহীতে। তবে তিনি ভুলে যাননি এলাকার সাধারণ মানুষের কথা। যখনই এলাকার কোনও রোগী রাজশাহীতে কোনও হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসার জন্য গেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা খবর পাওয়ামাত্রই ছুটে গেছেন, খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহযোগিতা করেছেন।

প্রতিবেশী আলাউদ্দিন, আবদুল লতিফ ও আলহাজ শান্তিজুল জানান, সাগরের পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার। তারা এখানে না থাকলেও সার্বক্ষণিক এলাকার খোঁজখবর নিতেন। তার বাবা তোহরুল ইসলাম ও মা সালেহা বেগম মসজিদের নামে জমিদান এবং মসজিদ নির্মাণ করে দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
মাদরাসার নামে টাকা তুলতে গেলে মেরে কেটে দেয়া হলো চুল

মাদরাসার নামে টাকা তুলতে গেলে মেরে কেটে দেয়া হলো চুল

তলে তলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির

তলে তলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত

গলা কেটে হত্যার পর যুবকের লাশ বালুতে চাপা

গলা কেটে হত্যার পর যুবকের লাশ বালুতে চাপা

বন্যায় বেইজিংয়ের রাস্তাগুলো পরিণত হয়েছে নদীতে

বন্যায় বেইজিংয়ের রাস্তাগুলো পরিণত হয়েছে নদীতে

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

খাগড়াছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকাকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের

ভ্যানে বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই জনের

মানচিত্র থেকে মুছে ফেলার হুমকির দাঁত ভাঙা জবাব পেল ভারত

মানচিত্র থেকে মুছে ফেলার হুমকির দাঁত ভাঙা জবাব পেল ভারত

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

পাবনায় পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ