Swadhin News Logo
বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

জনগণের শাসন প্রতিষ্ঠায় পিআর পদ্ধতি সর্বোত্তম: রংপুরে জামায়াত আমির

প্রতিবেদক
Nirob
জুলাই ২৩, ২০২৫ ১:১১ পূর্বাহ্ণ
জনগণের শাসন প্রতিষ্ঠায় পিআর পদ্ধতি সর্বোত্তম: রংপুরে জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সবচেয়ে কার্যকর ও কল্যাণকর। তিনি বলেন, ‘এই পদ্ধতি জাতির জন্য মঙ্গলজনক—সুতরাং এ প্রস্তাব মেনে নেওয়া সময়ের দাবি।’

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রংপুর সদর উপজেলার মমিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ১৯ জুলাই জামায়াতের মহাসমাবেশে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া দলীয় নেতা শাহ আলমের স্মরণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদ বন্ধ হবে, কালো টাকার প্রভাব এবং মাসল পাওয়ার-নির্ভর রাজনীতি বন্ধ হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি গুণগত মানসম্পন্ন সংসদ উপহার দেওয়া সম্ভব—আমরা সে লক্ষ্যেই লড়াই করছি। এখানে কোনও দলীয় স্বার্থ নয়, বরং জাতির স্বার্থেই আমরা এ দাবি জানাচ্ছি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পৃথিবীর ১৭৪টি দেশের মধ্যে ৯১টি দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে। এমনকি এশিয়ার দুটি দেশেও এই পদ্ধতি প্রয়োগ হচ্ছে। তাই বাংলাদেশেও এটি চালুর প্রস্তাব মানতেই হবে।’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের অনেক সোনামণি পৃথিবী থেকে বিদায় নিয়েছে—এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত একটি স্বাধীন দেশ—আমরা তাদের শতবার সম্মান করি। আমরাও একটি স্বাধীন জাতি, আমাদের প্রতিও তাদের সম্মান দেখাতে হবে। আমরা পারস্পরিক সম্মান ও ন্যায়ের ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা আমরা মানব না। অতীতেও আমরা তার মূল্য দিয়েছি, ভবিষ্যতেও যদি দিতে হয়, আমরা প্রস্তুত আছি। কিন্তু জাতির সম্মান কখনো কারও কাছে বন্ধক দেব না—এটি আমাদের স্পষ্ট অবস্থান।’

স্মরণসভায় তিনি আরও বলেন, ‘শাহ আলম ভাই জামায়াতের মহাসমাবেশে অংশ নিয়েই সভাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমরা আজ তার কবর জিয়ারত করেছি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন—এই প্রার্থনা করছি।’

স্মরণসভায় আরও বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াত আমির এটিএম আযম খান, জেলা আমির গোলাম রব্বানীসহ অন্যান্য নেতারা।

এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারে করে জামায়াত আমির মমিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি প্রয়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

পাংশায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

পাংশায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

অতি বন্যা কেন হয়?

অতি বন্যা কেন হয়?

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবি পাবনাবাসীর

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবি পাবনাবাসীর

আজ জ্যানোস্কিয়ানরা কী করছে? 1 মিলিয়নেরও বেশি ভিউ সহ ভাইরাল টিকটোক দেখায় যে মহিলা ডেটিং অ্যাপ্লিকেশনগুলিতে ভাইদের সন্ধান করছেন

আজ জ্যানোস্কিয়ানরা কী করছে? 1 মিলিয়নেরও বেশি ভিউ সহ ভাইরাল টিকটোক দেখায় যে মহিলা ডেটিং অ্যাপ্লিকেশনগুলিতে ভাইদের সন্ধান করছেন

ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার

ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার

দেশের বাজারে দাম কমাতে হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

দেশের বাজারে দাম কমাতে হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

বিমান দুর্ঘটনায় রজনীর জীবনাবসান, কুষ্টিয়ার গ্রামে শোকের ছায়া

বিমান দুর্ঘটনায় রজনীর জীবনাবসান, কুষ্টিয়ার গ্রামে শোকের ছায়া

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের, ১৯% শুল্ক অন্তর্ভুক্ত

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য চুক্তি ঘোষণা ট্রাম্পের, ১৯% শুল্ক অন্তর্ভুক্ত

গাজিপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

গাজিপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত