গত সোমবার দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পাহাড়তলী বড়ুয়া পাড়া গ্রামের একটি বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা তাণ্ডব চালিয়ে ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র। তারপরও পরিবারটি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেনি। এমনকি স্থানীয় লোকজনের কাছে ডাকাতি সংঘটিত হওয়ার বিষয়টি জেনে সাংবাদিকরা ওই বাড়িতে গেলে গৃহকর্ত্রী মিতা বড়ুয়া বলেন, ‘আপনারা কিছু লিখবেন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে। আমরা পুলিশকে জানাবো না।’
সোমবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহামুনি গ্রামের যোগেন্দ্র আরাম বিহার সংলগ্ন মৃত সুদর্শন বড়ুয়ার বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
চারদিকে পাকা সীমানা প্রাচীরে ঘেরা পাকা বাড়িতে থাকেন গৃহকর্ত্রী মিতা বড়ুয়া, তার এক পুত্রবধূ ও দুই নাতি। বড় ছেল স্বপরিবারে ফ্রান্সে এবং ছোট ছেলে চাকরির সুবাদে চট্টগ্রাম নগরীতে থাকেন।
মিতা বলেন, ‘রাত দেড়টার দিকে আমার কক্ষে আট জনের একটি ডাকাত দল প্রবেশ করে আমার হাত-পা, মুখ বেঁধে ফেলে। আমাকে বলে ওয়ান ব্যাংক থেকে যে এক লাখ টাকা তুলছি তা দিতে। তখন আমাকে কিছু বলতেও দিচ্ছিল না। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। যাওয়ার সময় তারা বলেছে, পুলিশকে জানালে পরে এসে মেরে ফেলবো। আমার ছেলে ঘরে থাকলে তাকে মেরে ফেলতো তারা। পরে ভোর ৪টার দিকে জানালা দিয়ে বিহারের ভান্তেকে ডেকে বলি, “আমার ঘরে ডাকাতি হয়েছে। আমার ভাই, মেয়ের জামাইকে একটু খবর দিন।” ‘
গৃহকর্ত্রীর ভাই মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া বলেন, ‘আমার বোনের ঘরে আগে কখনও চুরি-ডাকাতি হয়নি। এবার ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ নানা জিনিসপত্র নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়নি।’
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বলেন, ‘একলা ঘরে ডাকাত ঢুকে নানা জিনিসপত্র নিয়ে গেছে। কী কী নিয়েছে তা গৃহকর্ত্রী জানাতে অপারগতা প্রকাশ করেছেন। পরবর্তী ডাকাতি ও জীবনের নিরাপত্তার ভয়ে তারা কোনও মামলা করবে না।’
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘পাহাড়তলী ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতির বিষয়টি আমরা জেনেছি। পুলিশ গিয়ে তদন্ত করছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হয়নি।’













