ঝিনাইদহে ট্রাকচাপায় নাসরিন সুলতানা (৪৩) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী আমিরুল ইসলাম (৫০) আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাটই বাজার সংলগ্ন আখ মাড়াই কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন সুলতানা হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।
আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে স্কুলশিক্ষিকা নাসরিন সুলতানা তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় স্কুলশিক্ষিকা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের স্বামী আমিরুল ইসলাম আহত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত মোটরসাইকেল চালক আমিরুল ইসলামের অবস্থা গুরুতর নয়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।