ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া এলাকায় পেছন থেকে দ্রুতগতির বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ দুমড়েমুচড়ে যায়। এতে দুই ভাই নিহত হন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টায়, পাঁচগাছিয়া ইউনিয়নের তামিম ডিজিটাল স্কেলের সামনে।
নিহতরা হলেন— লক্ষিয়ারা উজালিয়া কাজি বাড়ির মোশারফ হোসেন (২৯) ও তার ছোট ভাই একরাম হোসেন (১৮)।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানটিকে পেছন থেকে একটি দ্রুতগতির বাস সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুই ভাই পিকআপের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই জনকে উদ্ধার করে। একজন ঘটনাস্থলেই মারা যান, অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ফেনী জেনারেল হাসপাতালের সূত্র জানায়, একজনকে মৃত অবস্থায় আনা হয়। আরেকজন গুরুতর অবস্থায় ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান।
দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।