Swadhin News Logo
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টি, সাগর উত্তাল

প্রতিবেদক
Nirob
জুলাই ২৬, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলে ভারী বৃষ্টি, সাগর উত্তাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। কক্সবাজার আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে। নিম্নচাপটি আরও ঘনীভূত হওয়ায় এর প্রভাবে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল মন্নান জানিয়েছেন, সমুদ্র উপকূল এবং আশেপাশের এলাকায় ভারী বৃষ্টি ও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। লঘুচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।

সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্কতার সঙ্গে গোসল করতে বলা হয়েছে। সৈকতে হাঁটু পানির নিচে নামতে নিষেধ করা হয়েছে। সৈকতে লাল পতাকা চিহ্নিত এলাকায় গোসল করতে নিষেধ করেছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা।

তিন নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় টেকনাফের সঙ্গে সেন্টমার্টিন দ্বীপের নৌ চলাচল বন্ধ রাখতে বলেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের সঙ্গে নৌযোগাযোগ সতর্কতার সঙ্গে করতে বলেছে উপজেলা প্রশাসন।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক