‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনকে প্রাধান্য দেবে’—বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শিশুশ্রমকে নিরসন করে কীভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়, তা বেশি গুরুত্ব দেবে বিএনপি।’
শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএসডিও-এর জয়নাল আবেদিন হলরুমে শিশুশ্রম নিরসনে মাঠপর্যায়ে ইএসডিও-এর অভিজ্ঞতা উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের। ইএসডিও-এর এই সফলতা প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি তাদের এই সফলতা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে শিশুশ্রম নিরসন করা সম্ভব।’
ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ্ জামানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্করণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ।