গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, ডাকাতরা নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও জমির দলিল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং বিএনপির কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতৃবৃন্দ ওই নেতার বাড়ি পরিদর্শন করেন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামের আফাজ উদ্দিন মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপির সদস্য।
আফাজ উদ্দিন মন্ডল বলেন, ‘২০-২৫ জনের ডাকাত দল বাড়ির বাইরে ওয়াশরুমের ওপরে উঠে ভেতরে প্রবেশ করে। পরে বারান্দার গ্রিলের তালা কেটে দরজা ভেঙে ১০-১৫ জন ঘরে ঢুকে। ঘরে ঢুকেই ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। অন্য ডাকাতরা বাড়ির চারপাশে দাঁড়িয়ে পাহারা দেয়। তাদের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, হাফপ্যান্ট পরিহিত এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা আমার ঘর থেকে জমি বিক্রির নগদ পাঁচ লাখ ৫০ হাজার টাকা, আমার বড় ছেলের ঘর থেকে তিন লাখ ৩০ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার, ছোট ছেলের ঘর থেকে এক লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কারসহ জমির দলিল লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় বলে যায় আমরা পাশের বাড়িতে ডাকাতি করবো। কোনও ধরনের চিৎকার বা কাউকে ডাকাডাকি করতে পারবে না। আমরা পাশের বাড়িতে ডাকাতি শেষে আবার তোদের বাড়িতে এসে হাত-পা খুলে দিয়ে চলে যাবো।’
সকালে খবর পেয়ে বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম রুফকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীসহ দলের নেতাকর্মীরা ডাকাতির শিকার বিএনপি নেতা আফাজ উদ্দিন মন্ডলের বাড়ি পরিদর্শন করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘আমিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি না অন্য কোনও বিরোধে ঘটেছে, তা পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আশা করছি, খুব দ্রুত প্রকৃত রহস্য আমরা উদঘাটন করতে পারবো।’

















