ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য সিএনজিচালিত অটোরিকশা চালকদের কর্মবিরতি ঘোষণা করেছে জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার (২৬ জুলাই) শহরের মেড্ডা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের’ জরুরি সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমের সঞ্চালনায় সভায় জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মো. বাহার চৌধুরী, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কুদ্দুছ মিয়াসহ জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, সড়কে ট্রাফিক পুলিশের হয়রানি, গাড়ি ছাড়াতে অতিরিক্ত অর্থ দাবি, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বর্তমানে আমাদের প্রায় ১০০টিরও বেশি সিএনজি ও অটোরিকশা জব্দ করে রাখা হয়েছে। এ সংক্রান্ত সব দুর্নীতি দূরীকরণে কোনও সুস্পষ্ট পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য জেলায় সিএনজি চলাচল বন্ধ থাকবে।