জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে বলেছেন, ‘কিশোরগঞ্জবাসী আপনাদের ফ্যাসিস্ট রাষ্ট্রপতি (সাবেক) আপনাদের বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল। মানুষের মানব অধিকার, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিল। আপনারা এই কিশোরগঞ্জ থেকেই ফ্যাসিস্টের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করেছিলেন।’
আজ শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা এলাকার পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের এক বছর পরেও মানুষের অধিকার আদায় হয়নি। দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতি চিরতরে বিলুপ্ত করা যায়নি।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছিলাম, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পুরনো ব্যবস্থা রয়েছে, শেখ হাসিনার যে সরকারব্যবস্থা ছিল সে সকল অনিয়ম পাল্টিয়ে নতুন রাষ্ট্র তৈরি করতে হবে। নতুন সরকার তৈরি করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা এখনও নতুন দেশ পাইনি।’
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্রাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, মৌলভীবাজারে পথসভা শেষে সন্ধ্যায় এনসিপির নেতৃবৃন্দের গাড়িবহর কিশোরগঞ্জে পৌঁছায়। পরে প্রশাসনিক প্রটোকল শেষ করে শহরের পুরাতন স্টেডিয়ামের সামনের সড়ক থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি স্টেশন রোড হয়ে সভাস্থল পুরানথানা এলাকায় পথসভায় যোগ দেয়।