বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিথী আক্তার নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। রবিবার (২৭ জুলাই) সকালের দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বিথী আক্তার বরগুনা সদর উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা।
রবিবার (২৭ জুলাই ) বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি হয়েছেন ৭ জন। এর মধ্যে, বামনা ২, তালতলী ৩, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১১৭ জন।
এ বছর জেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৩৩ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৩২ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃতের সংখ্যা ৩৮ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা অনেকটাই কমে আসছে। তবে অনেকেই উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। আশা করি, অতি শিগগিরই ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’