বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নাসিম মাহমুদ জয় (৩০) নামে এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মোটরসাইকেলে সান্তাহার জংশনের প্রধান গেট পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও নিহতের মামা নুরুল ইসলাম জানান, নাসিম মাহমুদ জয় বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম চকসোনার গ্রামের শিক্ষক আবদুর রাজ্জাকের ছেলে। তিনি যুক্তরাজ্যের সাউথ টাইনিসাইড কলেজে মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করেন। এরপর সুইজারল্যান্ডের জেনেভার একটি জাহাজ কোম্পানিতে শিপ ম্যানেজমেন্ট পদে চাকরি করতেন। বগুড়ার আদমদীঘির শালগ্রাম চকসোনার গ্রামের বাড়িতে বাবা, মা ও সাড়ে ৩ বছরের ছেলেকে নিয়ে স্ত্রী শারমিন সুলতানা থাকেন। জয় কয়েকদিন আগে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন। এরপর ঢাকা থেকে ২০ জুলাই গ্রামের বাড়িতে আসেন।
রবিবার দুপুরে তিনি বাজার করার জন্য মোটরসাইকেলে সান্তাহারে আসেন। লালমনিরহাট ছেড়ে আসা ঢাকাগামী লালমণি এক্সপ্রেস বেলা দেড়টার দিকে সান্তাহার জংশনে প্রবেশ করছিল। এ সময় জয় অসাবধানতাবশত মোটরসাইকেলে প্রধান গেটের ব্যারিয়ার পার হওয়ার চেষ্টা করেন। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। বাড়িতে তার মৃত্যুর সংবাদ পৌঁছলে স্বজনরা আহাজারি শুরু করেন। এ ঘটনায় পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সান্তাহার রেলওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত মেরিন ইঞ্জিনিয়ার নাসিম মাহমুদ জয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।