হাওরের সুলতান-৪ নামে এক হাউসবোট কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকারে মামলা করেছেন ঢাকার এক পর্যটক। এই মামলায় আগামী ৬ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির দিন ধার্য করেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এর আগে গত ২৬ জুলাই ভোক্তা অধিকারে মামলা করেন ঢাকার পর্যটক মাহাবুর আলম সোহাগ।
মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, হাউসবোটটি সুনামগঞ্জের সাহেব বাড়ি ঘাট থেকে ছাড়ার কথা থাকলেও ২৫ কিলোমিটার দূরে তাহিরপুরের আনোয়ারপুর থেকে ছেড়েছে। এ ছাড়া বুকিং দেওয়া তিন জনের রুম না দিয়ে দুই জনের রুম দেওয়া হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও প্রতিকার পাননি।
এই মামলার নিষ্পত্তির শুনানির জন্য আগামী ছয় আগস্ট উভয় পক্ষকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।