মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় এম বি নূরউদ্দিন নামের একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। সোমবার (২৮ জুলাই) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নিঝুমদ্বীপে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মালামাল পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় নিঝুমদ্বীপের ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির মুখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ থাকার পর সোমবার ভোরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রলারটি নিঝুমদ্বীপের উদ্দেশে যাত্রা করছিল। মেঘনা নদীর মাঝপথে একটি বালুবাহী বাল্কহেড অসতর্কভাবে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই ট্রলারটি হেলে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই ডুবে যায়। ট্রলারে থাকা চাল, ডাল, তেল, সবজি, পোশাক, নির্মাণসামগ্রীসহ কয়েক লাখ টাকার পণ্য নদীতে ডুবে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বাল্কহেডগুলোর বেপরোয়া চলাচল এবং অভ্যন্তরীণ নৌপথে পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকার কারণেই এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা প্রশাসনের কাছে এসব নৌযান চলাচলের নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নিঝুমদ্বীপের এক ব্যবসায়ী বলেন, তিন দিন নৌ যোগাযোগ বন্ধ থাকায় সবার মালামাল ঘাটে জমে ছিল। একেকজন ব্যবসায়ীর কমপক্ষে ১০-১২ লাখ টাকার মালামাল ছিল ট্রলারে। সবকিছু নদীতে হারিয়ে গেল। অনেক কিছু আবার ভেসে গেছে। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।
নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ঘটনাটি শুনে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। বৃষ্টি ও খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে পৌঁছাতে একটু সময় লেগেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।