যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আব্দুর রউফ তার নিজ বাড়িতে দলীয় লোকজনদের নিয়ে গোপন বৈঠক করছেন। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
যুবলীগ নেতা আব্দুর রউফের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরে দুপুরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।