Swadhin News Logo
মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে, নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে

প্রতিবেদক
Nirob
জুলাই ২৯, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে, নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে—এটাই আমাদের স্পষ্ট বার্তা। এর কোনও বিকল্প আমরা দেখতে চাই না। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদের বাস্তবায়নের উদ্যোগ নেবে, আর তখনই আমরা এই ঐতিহাসিক গণজাগরণ ও নবজন্মের এক বছর পূর্তি উৎসব উদযাপন করবো।’

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ী সড়কে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার সম্প্রতি জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। খসড়া নয় আমরা বাস্তবায়ন দেখতে চাই। শুধু সংস্কার বললেই চলবে না, কীভাবে তা কার্যকর হবে সেই প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।’

তিনি অভিযোগ করেন, ’৯০-এর গণ-অভ্যুত্থানের পরেও রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে প্রতারণা করেছিল। তখনও নির্বাচনের রূপরেখা তৈরি হয়েছিল, কিন্তু কোনও দল তা মানেনি। এবার আমরা আর প্রতারণার সুযোগ দিতে চাই না। এই নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে এবং নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে।’

তিনি আরও বলেন, গাজীপুরের টঙ্গীতে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আলেমসমাজ গণ-অভ্যুত্থানে প্রতিরোধ তৈরি করেছিল। আমরা সেই সকল আলেম ভাইদের এবং মাদ্রাসাছাত্রদের লাল সালাম জানাই। তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছিলাম। আমরা গাজীপুরে এসেছি। গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই। জাতীয় নাগরিক পার্টি গণ-অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে। গাজীপুরকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’

গোপালগঞ্জ থেকে গাজীপুর দেশের ৬৪টি জেলায় এনসিপির পদচারণা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা গোপালগঞ্জেও গিয়েছি, কেউ থামাতে পারেনি। আজ গাজীপুরেও এসেছি। দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা যাবো, মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদীদের বিচারের আওতায় আনতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গাজীপুরের লড়াই আজকের নয়, মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সব সময় গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে। কিন্তু আমরা কখনও খোঁজ নিই নাই গাজীপুরের নাগরিক ও শ্রমিকরা কীভাবে জীবনযাপন করে। গাজীপুর নগরীকে সিটি করপোরেশন করা হলেও অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস কায়েম করেছে। আমরা গণ-অভ্যুত্থানের সময় মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম। এই সন্ত্রাসীকে আমরা গাজীপুরের ঢুকতে দিইনি, গাজীপুর থেকে বিতাড়িত করেছি। দুঃখের বিষয় গাজীপুরে এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এই সকল স্বৈরাচারীর দোসর ও সন্ত্রাসীদের বিতাড়িত করবো।’

পদযাত্রা ঘিরে শুরুতে নিরাপত্তা নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও পুলিশ ও গোয়েন্দা সংস্থার সরব উপস্থিতিতে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। কালিয়াকৈর থেকে মাওনা হয়ে নেতারা জয়দেবপুর রাজবাড়ী পর্যন্ত পথসভায় অংশ নেন এবং বিকাল ৫টার পর চূড়ান্ত সমাবেশে বক্তব্য রাখেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাহিদ আহসান নিভা, উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, এম এম সোহান, আব্দুল্লাহ আল মুহিন, আসাদুজ্জামান দিপু, শ্রমিক নেতা আরমান হোসাইন, সাগর ইসলাম হৃদয়, রাজিব মাহমুদ প্রমুখ।

উপস্থিত ছিলেন এনসিপির উত্তর অঞ্চলের সংগঠক এফ এম শুয়াইব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম যারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক