Swadhin News Logo
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

রাউজানে বিএনপির দলীয় সহিংসতার কারণ তদন্তে নামছে কেন্দ্র

প্রতিবেদক
Nirob
জুলাই ৩১, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
রাউজানে বিএনপির দলীয় সহিংসতার কারণ তদন্তে নামছে কেন্দ্র

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দলীয় বিরোধসহ একের পর এক সংঘর্ষের ঘটনার কারণ তদন্তে মাঠে নামছে কেন্দ্র। তদন্ত করে প্রতিবেদন দেওয়ার এ দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ওই চিঠিতে বলা হয়, ‘কয়েক মাস ধরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অধীন রাউজান উপজেলা বিএনপিতে অপ্রীতিকর ঘটনা, হানাহানি ও রক্তাক্ত সহিংসতার বিষয়ে সরেজমিনে তদন্ত করে একটি লিখিত প্রতিবেদন আগামী সাত দিনের মধ্যে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি।’

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সদ্য বিলুপ্ত বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী ও সদ্য স্থগিত হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে ঘিরে রাউজানে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে।

গত ১২ মাসে রাউজান উপজেলার বিভিন্ন স্থানে মোট ১৫ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ১০টি হত্যাকাণ্ডই রাজনৈতিক কারণে ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৪টি মামলা হয়েছে রাউজান থানায়। এর মধ্যে ৯টি মামলায় আসামি অজ্ঞাত। বাকি মামলাগুলোতে এজাহারভুক্ত অনেক আসামি থাকলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সর্বশেষ গত ২৯ জুলাই রাউজানে উপজেলার গহিরা সত্তারঘাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনার পর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি আবারও সামনে এসেছে। হামলায় গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় গোলাম আকবর খোন্দকারের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় তিনটি মোটরসাইকেলে।

এ সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এ কমিটির আহ্বায়ক ছিলেন গোলাম আকবর খোন্দকার। একই সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করে কেন্দ্র।

সর্বশেষ - আন্তর্জাতিক