চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী ভাউচারের চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। তাদের মধ্যে আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী মনজুর আলম শিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী ভাউচার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই ভাউচারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন ভাউচারটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেলবাহী লরির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী ভাউচারটিকে জব্দ করা হয়েছে। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’