মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু, পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে ভারত থেকে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ৬ বিজিবি এবং ১৬১ বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়। আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫ এর নিকট নোম্যান্সল্যান্ডের কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
বিকাল ৩টার সময় ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টর কমান্ডারের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।