Swadhin News Logo
শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

গাইবান্ধায় শিবির নেতার মৃত্যু, এসআই প্রত্যাহার

প্রতিবেদক
Nirob
আগস্ট ১, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
গাইবান্ধায় শিবির নেতার মৃত্যু, এসআই প্রত্যাহার

গাইবান্ধার সাঘাটায় কলেজছাত্র ও শিবির নেতা সিজু মিয়ার (২১) মৃত্যুর রহস্যজট কাটছেই না পুলিশের দাবি, সিজু থানায় অস্ত্র ছিনতাই ও ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার সময় পুকুরে ডুবে মারা যান। তবে পরিবারের অভিযোগ, পুরনো একটি মোবাইল কেনাবেচার ঘটনায় থানায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার আট দিন পার হলেও রহস্যজট কাটেনি। ইতিমধ্যে ভাইরাল হয়েছে থানার সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের পুকুরে লাঠিপেটার ভিডিও। ঘটনার পর জেলাজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

এই প্রেক্ষাপটে, সিজুকে ফোনে ডেকে আনা সাঘাটা থানার এসআই রাকিবুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম বলেন, তদন্ত চলছে, ময়নাতদন্ত রিপোর্টের পরই বিস্তারিত জানা যাবে। ঘটনায় পুলিশ সদরদফতর ও রংপুর রেঞ্জের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশের দাবি, সিজু থানায় একটি মোবাইল হারানোর জিডি করতে এসে হঠাৎ উত্তেজিত হয়ে অস্ত্র ছিনতাই ও ছুরিকাঘাতের চেষ্টা করেন। তবে পরিবার ও স্থানীয়দের দাবি, এসব নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। সিজু ছিলেন কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র এবং শিবিরের ইউনিয়ন সভাপতি।

ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়। এরপর থেকেই সাঘাটা ও গাইবান্ধায় বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধের মতো কর্মসূচি চলছে। স্বজন, সহপাঠী ও স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করছেন।

এর আগে অভিযোগ ওঠে, ২৪ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টা ৫৬ মিনিটে থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে সিজু। পরে আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন। এরপর থেকে নিখোঁজ থাকেন তিনি। পরদিন শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

নিহত সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের দিনমজুর দুলাল মিয়া ও রিক্তা বেগমের ছেলে।

সর্বশেষ - আন্তর্জাতিক