রাজবাড়ীর পাংশায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রাঘাতে মৃতরা হলেন- পাংশা উপজেলার কাচারিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম (৩২) ও একই গ্রামের আরিফ শেখের ছেলে তামিম (১৩)। তামিম পড়ালেখার পাশাপাশি মাঠে কৃষিকাজ করতো।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মাঠে পাট জাগ দিতে যায় আনোযারা বেগম-তামিমসহ বেশ কয়েকজন কৃষক। সন্ধ্যা ৬টার দিকে প্রচণ্ড বজ্রাঘাত শুরু হয়। এতে আনোয়ারা ও তামিমসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান বলেন, ‘বিকালে আমার ইউনিয়নের বেশ কয়েকজন কাচারিপাড়ার মাঠে কাজ করতে যায়। সন্ধ্যায় বজ্রাঘাতে বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে আনোয়ারা ও তামিম মারা গেছেন।’
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, ‘বজ্রাঘাতে আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে আনোয়ারা ও তামিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বজ্রাঘাতে আনোয়ারা ও তামিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।