বগুড়ার নন্দীগ্রামে আজান দিতে যাওয়ার সময় মসজিদের সামনে বিদ্যুৎস্পৃষ্টে বুলু মিয়া (৬২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ররিবার সকালে উপজেলার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, মৃত মুয়াজ্জিন বুলু মিয়া নন্দীগ্রাম উপজেলার বৈলগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে। তিনি গ্রামের পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি রবিবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তাদের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মুসুল্লিরা দেখতে পেয়ে নন্দীগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে মুয়াজ্জিন বুলু মিয়ার মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মুয়াজ্জিন বুলু মিয়ার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

















