‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেন’ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (০৩ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এ প্রতিবাদলিপি বাংলা ট্রিবিউনে পাঠানো হয়।
এতে বলা হয়, ‘বাকৃবির ভিসি নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেনের অভিযোগ’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। প্রকাশিত সংবাদে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার মাঝে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে প্রকাশিত সংবাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছে।’
প্রতিবেদকের বক্তব্য
মূলত ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেন’—এই শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অফিসিয়াল পেজে একটি পোস্ট দেওয়া হয়। শনিবার (২ আগস্ট) রাতে পোস্টটি করা হয়। এতে বলা হয়েছে, ‘এই টাকা নিলো কে? ভিসি নিয়োগে কে কে জড়িত? বাকৃবির ভিসি সমন্বয়কদের সহায়তায় নাকি নিয়োগপ্রাপ্ত। এই ঘটনায় তদন্ত জরুরি হয়ে পড়েছে। বাকৃবির ভিসি নিয়মিত বিএনপির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন। তিনি আগামী নির্বাচনে নমিনেশন পাওয়ার জন্য ক্যাম্পাসের সকল উন্নয়নকাজের টেন্ডার বিএনপি নেতাদের দিচ্ছেন। বর্তমান ভিসি আওয়ামী লীগের আমলের মতোই কাজ শুরু করেছেন। তিনিও বিএনপি নেতা ছাড়া কাউকে টেন্ডারের কাজ দেন না। সাংবাদিকদের বলবো, আপনারা এ বিষয়ে খোঁজখবর নেন।’
এর আলোকে সংবাদটি করা হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামানের অভিযোগ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলিমুজ্জামানের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এখানে বাংলা ট্রিবিউন প্রতিবেদকের নিজস্ব কোনও তথ্য উল্লেখ করা হয়নি। ফলে প্রকাশিত সংবাদে ভিত্তিহীন ও অসত্য তথ্য উপস্থাপনের কোনও সুযোগ নেই।