Swadhin News Logo
সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

সেই পিবিআই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
Nirob
আগস্ট ৪, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
সেই পিবিআই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সম্প্রতি নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক মো. হাফিজুর রহমানের ঘুষ চাওয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি সোমবার (৪ আগস্ট) প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, গত শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুষ চাওয়ার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। সেই ফোনালাপে শোনা যায়, পিবিআই কর্মকর্তা হাফিজুর রহমান এক মামলার চার্জশিট দেওয়ার শর্তে বাদী নিপা আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করছেন। তবে বাদী টাকা দিতে অস্বীকৃতি জানান এবং পুরো কথোপকথনের অডিও সংরক্ষণ করেন।

মামলার বাদী নিপা আক্তার রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন ও পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ জুন কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন মাদকসেবী তার দোকানে এসে পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং মারধর করেন। এ ঘটনায় তিনি ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

নিপা আক্তার জানান, তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তাকে ফোনে জানায়—চার্জশিট দেওয়ার শর্তে তাকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হবে, তা না হলে তাকে মামলায় আসামি করে দেওয়া হবে।

এই অভিযোগের প্রেক্ষিতে ৩ আগস্ট পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দুই ঘণ্টা পর সরবরাহ স্বাভাবিক

সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, দুই ঘণ্টা পর সরবরাহ স্বাভাবিক

গাজা সিটির বন্দরের নিকটবর্তী ‘আল-বাকা’ ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলা

গাজা সিটির বন্দরের নিকটবর্তী ‘আল-বাকা’ ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলা

মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দু’জন কারাগারে, একজনের দায় স্বীকার

মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির মামলায় গ্রেফতার দু’জন কারাগারে, একজনের দায় স্বীকার

আবারও ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট

আবারও ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলি, অস্ত্রসহ গ্রেফতার ১

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি ঔপন্যাসিক

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলা কারকির নাম প্রস্তাব জেন-জি’র

রংপুর নগরীতে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

রংপুর নগরীতে ১০টি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার ইসরাইলি, গৃহহীন আরো ৮ হাজার

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার ইসরাইলি, গৃহহীন আরো ৮ হাজার

হামলায় অ্যাডিশনাল এসপি আহত, পুলিশ ও ইজারাদারের পাল্টাপাল্টি বক্তব্য

হামলায় অ্যাডিশনাল এসপি আহত, পুলিশ ও ইজারাদারের পাল্টাপাল্টি বক্তব্য