সিলেটের গোয়াইনঘাটের জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ চা বাগানের বাংলোর অফিসকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে তাকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমাম। তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা চা বাগানের অফিস ঘেরাও করেন। বিক্ষোভের মুখে অভিযুক্ত তিন জনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন।
এসব তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। লাশের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
















