Swadhin News Logo
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হলো আরও একজনের

প্রতিবেদক
Nirob
আগস্ট ৫, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু হলো আরও একজনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আহমেদ কবির (৭২)। তিনি জেলার আনোয়ারা উপজেলার আহমেদ রহমানের ছেলে।

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে ৬ জন এবং চিকুনগুনিয়ায় ১০১ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ এবং উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ৭৬ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪৪৮ জন নগরীর এবং ৫০৩ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫১৬ জন পুরুষ, ২৭৭ জন নারী ও ১৫৮ জন শিশু।

চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫০৩ জন আক্রান্তের মধ্যে বাঁশখালীতে ১২৫, সীতাকুণ্ডে ১৪৬, লোহাগাড়ায় ৪১, সাতকানিয়ায় ৩৩, আনোয়ারায় ৩৮, রাউজান ২৫, কর্ণফুলীতে ১৫, পটিয়ায় ১২, মীরসরাইয়ে ১২, হাটহাজারীতে ১৩, চন্দনাইশে ৯, বোয়ালখালীতে ৭, রাঙ্গুনিয়ায় ৮, ফটিকছড়িতে ৮ ও সন্দ্বীপে ৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক