Swadhin News Logo
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

অর্ধশতাধিক যাত্রী নিয়ে সিলেট ছেড়েছে বিশেষ ট্রেন

প্রতিবেদক
Nirob
আগস্ট ৫, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ
অর্ধশতাধিক যাত্রী নিয়ে সিলেট ছেড়েছে বিশেষ ট্রেন

সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিশেষ ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন। বিশেষ এই ট্রেনটি ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে। ৫৪৮ আসন সংখ্যার ওই ট্রেন মঙ্গলবার (৫  আগস্ট) সকাল পৌনে ৬টার দিকে সিলেট স্টেশন ছেড়ে যায়।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতা আনতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এর মধ্যে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন।

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক মো. নূরুল ইসলাম বলেন, ‘বিশেষ ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ৫০ থেকে ৬০ জন।’

জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটির মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ তিনটি স্টেশনে যাত্রী ওঠানোর কথা। ওই ট্রেনটি যাত্রীদের নিয়ে বেলা ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে। পরে রাত ৯টার দিকে আবার বিশেষ ট্রেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত সাড়ে ৪টার দিকে সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক