জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম (৫৮) মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দলটির আয়োজিত বিজয় মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দলীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী শোভাযাত্রা বের করে। এতে অংশ নেওয়ার সময় আবুল কালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখিল এলাকার বাসিন্দা ও পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির কাজী নুরুল আলম বলেন, ‘হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানেই দাফন করা হবে।’
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

















