Swadhin News Logo
বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. আন্তর্জাতিক
  3. কৃষি ও প্রকৃতি
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জোকস
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. বই থেকে
  15. বিচিত্র নিউজ

বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Nirob
আগস্ট ৬, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ
বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের তিন ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায়। বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় এ পর্যটক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্রসৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামে। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাত হোসেন বলেন, ‘সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজকে প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় একই জায়গা থেকে ডুবুরি দল উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ - আন্তর্জাতিক