কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় অজ্ঞাত নারীর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অর্ধগলিত মরদেহটি ৫-৭ দিন আগের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’