চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ২০ জন এবং চিকুনগুনিয়ায় ১২৩ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকালে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন, চট্টগ্রাম সিএমএইচে ২ জন, উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে ৯ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ৯৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হন ৯৬ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪৬০ জন নগরীর এবং ৫১১ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের ৫২৯ জন পুরুষ, ২৮০ জন নারী ও ১৬২ জন শিশু।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে ৫১১ জন আক্রান্তের মধ্যে সীতাকুণ্ডে ১৪৮, বাঁশখালীতে ১২৮, লোহাগাড়ায় ৪২, আনোয়ারায় ৩৮, সাতকানিয়ায় ৩৩, রাউজান ২৭, কর্ণফুলীতে ১৬, হাটহাজারীতে ১৫, পটিয়ায় ও মীরসরাইয়ে ১২ জন করে, চন্দনাইশে ১০, রাঙ্গুনিয়ায় ও ফটিকছড়িতে ৮ জন করে, বোয়ালখালীতে ও সন্দ্বীপে ৭ জন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন চার হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা যান ৪১ জন।