বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। দেশের মানুষ ধানের শীষের অপেক্ষায় আছে। আজ থেকে শপথ নিতে হবে, সবাইকে যার যার এলাকায় যেতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে। আগামী দিনের যে কর্মসূচি, রূপরেখা, দেশের মানুষের সব রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে রূপরেখা বিএনপি তৈরি করেছে, তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’
বুধবার বিকালে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মাড়ে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিজয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ‘আজকের জনসভা, মিছিল প্রমাণ করেছে দেশের মানুষ ধানের শীষের পক্ষের শক্তি। দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়। তবে আবারও কিছু কিছু শক্তি নেমেছে দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে, তাদের মতো করে দেশ চালাতে। এটা বাংলাদেশের মানুষ কোনও দিনও গ্রহণ করবে না।’
নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হারুন অর রশীদ, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।