Swadhin News Logo
শুক্রবার , ৮ আগস্ট ২০২৫ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

কনটেইনারবাহী ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে প্রাণ গেলো শিশুর

প্রতিবেদক
Nirob
আগস্ট ৮, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ
কনটেইনারবাহী ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে প্রাণ গেলো শিশুর

মুন্সীগঞ্জের গজারিয়ায় কনটেইনারবাহী ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে আহত ছয় বছর বয়সী শিশু সারাফাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আহত একই বয়সী জামিয়া নামের অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত সারাফাত উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহত জামিয়া একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সারাফাতের মৃত্যু হয়। এর আগে, বেলা ১১টার দিকে জামালদী হাজী সিরাজুল হক স্কুলসংলগ্ন জামালদী-হোসেন্দী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে হোসেন্দী-জামালদী সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সারাফাত ও জামিয়া তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় তারা। এ সময় সামুদা কেমিক্যাল থেকে একটি কনটেইনারবাহী ট্রাক জামালদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় কনটেইনারবাহী ট্রাকটি দেখে তারা রাস্তার পাশে দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রাকটি ধাক্কা দিলে দেয়ালটি ওই দুই শিশুর ওপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিকালে সারাফাত মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘাতক গাড়িটি স্থানীয় জনতা আটক করেছে। আমরা তা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ট্রাকচালক ফোরকান মিয়া (৪২) ও চালকের সহকারী আদনানকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।’

সর্বশেষ - আন্তর্জাতিক