সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ দুই যুগ পর। সোমবার (১১ আগস্ট) কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান জুনেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, কাউন্সিলে সভাপতি পদে পাঁচ জন ও সাধারণ সম্পাদক পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। একইসঙ্গে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। সভাপতি পদে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট।
সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটির আহ্বায়ক বিদেশ যাওয়ায় প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটিকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও ক্যাম্পাসে কোনও কার্যক্রম করতে পারেনি ছাত্রদল। যার কারণে শিক্ষার্থীদের কাছ থেকে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল ছাত্রদল।
সম্মেলন ও কাউন্সিল শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন রাকিবুল। তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছেন।
















