Swadhin News Logo
বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. best
  2. cassinoBR
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও প্রকৃতি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. জোকস
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. প্রবাস
  15. বই থেকে

পাম্পে তেল চুরি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

প্রতিবেদক
Nirob
আগস্ট ১৩, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
পাম্পে তেল চুরি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ায় নোয়াখালী পৌর এলাকার দুটি ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। প্রতিষ্ঠান দুটি হলো— দত্তেরহাটের পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশন।

বুধবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের সহায়তায় চারটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান ও কাউসারী আক্তার।

বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক শেখ মাসুম বিল্লাহ জানান, পরিমাপক পাত্রে জ্বালানি তেল নিয়ে দেখা গেছে, পায়রা ফিলিং স্টেশনে ১০ লিটারে ৬০ মিলিলিটার ও সোনাপুর ফিলিং স্টেশন ১০০ মিলিলিটার কম দেয়। এ অভিযোগে পায়রা ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা এবং সোনাপুর ফিলিং স্টেশনকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে আরও অংশ নেন বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী জিল্লুর রহমান। তিনি জানান, শহরের মাইজদী এলাকায় সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থিত আরও দুটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। সেগুলো হলো— মেসার্স আবদুল হক ও সাজ্জাদ ফিলিং স্টেশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান বলেন, দুটি ফিলিং স্টেশনের কারচুপি হাতেনাতে ধরে ফেলা হয়েছে। দায়িত্বরত ব্যক্তিরা দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় কেবল অর্থদণ্ড দেওয়া হয়। তারা অঙ্গীকার করেছেন ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন।

সর্বশেষ - আন্তর্জাতিক